আজ বসছে পদ্মাসেতুর চতুর্থ স্প্যান

আজ বসছে পদ্মাসেতুর চতুর্থ স্প্যান

শেয়ার করুন
ফাইল ফটো। এটিএন টাইমস।
ফাইল ফটো। এটিএন টাইমস।

নিজস্ব প্রতিবেদক:

আজ বসছে পদ্মাসেতুর চতুর্থ স্প্যান সেভেন-ই। সেতুর ৪০ ও ৪১ নম্বর পিলারের উপর বসবে এই স্প্যান। এরই মধ্যে ৩৭, ৩৮, ৩৯, ৪০ নম্বর পিলারে তিনটি স্প্যান বসানোর মাধ্যমে ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। আর ঠিকঠাকমতো চতুর্থ স্প্যানটি বসলেই দৃশ্যমান হবে পদ্মা সেতুর ৬০০ মিটার কাঠামো।

সকাল সাড়ে ১০টার দিকে ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল স্প্যান বহনকারী ভাসমান ক্রেনটি।

আবহাওয়া অনুকূলে থাকায় জাজিরা প্রান্তের ৪১ নম্বর পিলারের কাছে আজই নিয়ে যাওয়ার চেষ্টা করবে সংশ্লিষ্টরা। পদ্মা সেতু প্রকৌশলী সূত্র থেকে জানা যায় : প্রথম স্প্যানটি বসতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও আস্তে আস্তে বাকি স্প্যান বসাতে সময় কমে আসবে।

শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগাতে মাওয়া প্রান্তে পাইলিংয়ের কাজে গতি বেড়েছে। স্প্যানগুলো পানি থেকে ১২০ ফুটের বেশি উচ্চতায় বসানো হবে।