আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

শেয়ার করুন

Hajj

পবিত্র হজ আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক… ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাতের ময়দান। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে মাত্র ৬০ হাজার মানুষের অংশগ্রহণে পালিত হচ্ছে হজ।
বাংলাদেশে আজ জিলহজ মাসের ৮ তারিখ হলেও সৌদি আরবে ৯ জিলহজ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহকাম দিনভর আরাফাতের ময়দানে অবস্থান। বিশ্ব মুসলিমের মহাসম্মেলনের দিন ও সবচেয়ে পবিত্র। এই আরাফাতে ময়দানে বিদায়ী হজের খুতবা দিয়েছিলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম। আজ ফজরের নামাজ পড়ে মুসল্লিরা রওনা হবেন মিনা থেকে ১৫ কিলোমিটার দূরে আরাফাত ময়দানের দিকে। সেখানেই দিনভর অবস্থান ও হজের খুতবা শুনবেন। এবার মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। এরপর জোহর ও আসরের নামাজ এক সঙ্গে আদায় করবেন সমবেত মুসল্লিরা তারপর রওয়ানা হবেন মুজদালিফার পথে। সেখানে খোলা আকাশের নিচে রাত্রী যাপন ও শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। ১০ই জিলহজ মিনায় ফিরে পশু কুরবানী ও মাথা মুন্ডন করবেন।