আইন পাল্টেও নিয়মের ব্যত্যয় হয়নি বিপিএলে!

আইন পাল্টেও নিয়মের ব্যত্যয় হয়নি বিপিএলে!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ছোটখাটো ভুল থাকলেও বিপিএলের এবারের আয়োজনকে সফল বলছেন আয়োজকরা। আসর শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তুলে ধরা হয় লিগের নানা বিষয়। কুমিল্লা এবং রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজনে নিয়মের ব্যত্যয় হয়নি বলেও জানানো হয়।

শেষ হয়েছে বিপিএলের পঞ্চম আসর। ফাইনালে ঢাকাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে, রংপুরের ফাইনালে ওঠা নিয়ে সৃষ্টি হয় বিতর্কের। বৃষ্টির কারনের বাইলজ উপেক্ষা করে ম্যাচ নেয়া হয় পরবর্তী দিনে। বিষয়টি প্রথমে মানতে চায়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিসিবির দাবি, ক্রিকেটের স্বার্থেই নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। আর তা করা হয়েছে কুমিল্লা এবং রংপুরের দুই অধিনায়কের সম্মতিতে। মাহবুব আনাম আরো বলেন, এ নিয়ে গণমাধ্যমের সংবাদ সঠিক নয়। এদিকে, বিপিএলের গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের অভিমত, টেকনিক্যাল কমিটির এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে সবাই।

এবারের বিপিএলে ঢাকার শেষ পর্বে উইকেট নিয়ে যে সমালোচনা হয়েছে সে ব্যাপারেও আলোকপাত করেন সদস্য সচিব। এবারের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো সফলভাবে বিপিএল আয়োজনের আশাবাদ বিসিবির।