‘আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মাদকের সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা’

‘আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মাদকের সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা’

শেয়ার করুন

rab dg

নিজস্ব প্রতিবেদক:

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

দুপুরে রাজধানীর কা্রওয়ান বাজারের মিডিয়া সেন্টারে মাদক বিরোধী অভিযান সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশনার পর থেকে গত ৯ দিন ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেশব্যাপী ধারাবাহিকভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে র‌্যাব। ইতিম্যধ্যেই বিভিন্ন অভিযানে ১৫ কোটি টাকার মাদক সহ প্রায় ৪ হাজার মানুষকে আটক করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান র‌্যাব মহাপরিচালক।