অর্থপাচারের পেছনে সরকারেরও দায় আছে: অর্থমন্ত্রী

অর্থপাচারের পেছনে সরকারেরও দায় আছে: অর্থমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

বিদেশে অর্থপাচারের পেছনে সরকারেরও কিছু দায় আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সকালে সিলেট নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে কুমারপাড়ায় একটি ফোয়ারা উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

পরে সুইস ব্যাংকে অর্থ পাচার বিষয়ে এক প্রশ্নের জবাবে জানান, সরকারি হিসেবে জমির মূল্য কম থাকা অর্থ পাচারের পেছনে কিছুটা দায়ী। সরকার প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ বাড়াতে উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গতকাল শুক্রবার  বন্যা মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, দেশ বন্যাপ্রবণ হওয়ার কারণে উন্নয়ন প্রকল্পগুলো সেভাবেই পরিকল্পনা করা হয়। গত ৯ বছরের মধ্যে এবার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বলেও জানান অর্থমন্ত্রী।

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পাঠদান শুরু হয়নি।