অবসরের ঘোষণা ফোরলানের

অবসরের ঘোষণা ফোরলানের

শেয়ার করুন

forlan-a-chawl-ta8b81128f1eaf7ac5dd047144d524ed52স্পোর্টস ডেস্ক :

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের সাবেক ফুটবলার দিয়েগো ফোরলান। বুধবার রাতে তিনি এই ঘোষণা দেন।

২০১৫ সালে জাতীয় দল থেকে অবসর নেন ফোরলান। তবে এরপর অবশ্য বিভিন্ন ক্লাবে খেলেন তিনি। ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন। আর ক্যারিয়ারের শেষভাগে খেলেন এশিয়াতে। জাতীয় দলের হয়ে ফোরলান তার সেরা সময়টা কাটান ২০১০ বিশ্বকাপে।

সেবার উরুগুয়েকে সেমিফাইনালে তুলতে বড় অবদান ছিল তার। বিশ্বকাপ জিততে না পারলেও পাঁচ গোল করে হয়েছিলেন যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। এক বিবৃতিতে ৪০ বছর বয়সি ফোরলান বলেন, ‘২১ বছর পর পেশাদার ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানলাম আমি। দারুণ সব স্মৃতি নিয়ে সুন্দর একটি অধ্যায় শেষ হলো। তবে নতুন আরেকটি চ্যালেঞ্জ শুরু হলো।’