অপহরণের ৪ দিন পর স্কুল ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

অপহরণের ৪ দিন পর স্কুল ছাত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

অপহরণকারী চক্রের হাত থেকে ওয়ারীর স্কুলছাত্র সিয়ামকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ৫ অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এক কোটি টাকা মুক্তিপণের জন্য সিয়ামকে তার পূর্ব পরিচিতরা অপহরণ করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ।

গত ১৬ জুলাই ওয়ারী থানার বনগ্রাম রোডের বাসিন্দা শওকত হোসেন টিপুর স্কুল পড়ুয়া ছেলে সিয়ামকে বাসা থেকে নিয়ে যায় অপহরণকারী চক্রটি। মাহবুবুর রহমান সুমন ছিলো এই অপহরণের মূল হোতা। গ্রেপ্তারকৃতরা সিয়ামকে অপহরণের পর হাত-পা ও চোখ বেঁধে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলার একটি বাসায় আটকে রাখে।

একই সঙ্গে তার বাবার কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণও দাবি করে। পরে পুলিশ কৌশলে আসামিদের গ্রেপ্তারের পর অপহৃত সিয়ামকে উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তার অন্য আসামীরা হলো- রাব্বী, রাব্বী হাসান, অনন্ত ও তরিকুল।
সট: