অপহরণের পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

অপহরণের পর সেপটিক ট্যাংক থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

শেয়ার করুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

অপহরণের প্রায় এক মাস পর চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে অপহৃত স্কুল ছাত্র মাহফুজ আলম সজিবের মরদেহ উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার সকালে শহরের সিএ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। র‍্যাব বলছে, বাড়িটি আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রকিবুল ইসলামের।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের সজিব চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। কৃষি মেলা দেখতে গিয়ে গত ২৯ জুলাই দামুড়হুদা থেকে অপহরণ হয় সে। মুক্তিপণে চাওয়া ২০ লাখ টাকা দিতে সম্মতও হয় পরিবার। কিন্তু এরপরও সজিবকে ফেরত দেয়নি অপহরণকারীরা।

তার খোঁজে গত প্রায় ১ মাস ধরে অভিযান চালানো র‍্যাব খবর পায় সিঅ্যান্ডবি পাড়ার এক বাড়িতে সজিবের লাশ গুম করা হয়েছে। পরে সকালে বাড়িটির সেপটিক ট্যাংক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাব জানায়, অপহণের পরদিনই সজিবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এদিকে সাবেক ইউপি মেম্বার রকিবুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ ও র‍্যাব বিষয়টি স্বীকার করেনি।