অন্ধত্ব নিয়েই ফিরেছেন সিদ্দিকুর!

অন্ধত্ব নিয়েই ফিরেছেন সিদ্দিকুর!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

অন্ধত্ব নিয়েই ভারতের চেন্নাই থেকে দেশে ফিরেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। বিকাল ৪টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছোড়া টিয়ারশেলে চোখে গুরুত্বর আঘাত পান সিদ্দিকুর।

ঘটনার পর প্রথমে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং পরবর্তীতে সরকারি খরচে চেন্নাই পাঠানো হয়। সেখানে শঙ্কর নেত্রালয়ে তার চোখ পুনরায় পরীক্ষা করে। ৪ আগস্ট তার চোখে অস্ত্রোপচার করা হয়।

তবে, তার বাম চোখের রেটিনার ৯০ শতাংশের বেশি নষ্ট হয়ে গেছে। আর ডান চোখ তো আগেই নষ্ট হয়েছে।