অন্তিম শয়নে শায়িত ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক

অন্তিম শয়নে শায়িত ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় অন্তিম শয়ানে শায়িত হলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সৈনিক সিপিবি নেতা কমরেড জসিমউদ্দিন মণ্ডল। সকাল সাড়ে দশটায় পাবনার ঈশ্বরদী ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মঙ্গলবার ঢাকা ও জন্মস্থান কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে, আজ সকালে ঈশ্বরদীর নিজ বাড়িতে পৌছায় কমরেড জসিমউদ্দিন মণ্ডলের মরদেহ। নিপীড়ির মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপোসহীন এই শ্রমিক নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে, সকাল থেকেই ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহে ভীড় জমে ওঠে।

তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও ভক্ত অনুরাগীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পাবনা জেলা প্রশাসন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে গার্ড অব অনার দেয়। কমরেড জসিমউদ্দিন মণ্ডল গত ২রা অক্টোবর ঢাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে মারা যান।