সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার খানজিয়া বিওপি কর্তৃক ১টি নৌকা ভর্তি বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও পাতার বিড়ি আটক হয়েছে। আটককৃত মালামালগুলো শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৪ টার দিকে নীলডুমুর ১৭ বিজিবির আওতাধীন খানজিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মজিবুর রহমানের নেতৃত্বে টহল দল কালীগঞ্জ উপজেলার সাতবসু এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৭ শত ৬৯ পিচ বিভিন্ন প্রকারের শাড়ি, পাতার বিড়ি ২ লক্ষ ৭ হাজার ২ শতটি এবং ১টি নৌকা আটক করেন।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১১ লক্ষ ৭৫ হাজার ১ শত টাকা। আটককৃত মালামালগুলো শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে। নীলডুমুর ১৭ বিজিবির উপ-পরিচালক রেজোয়ন-উল-ইসলাম মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।