ডেস্ক রিপোর্ট:
কমিউনিস্ট পার্টির কংগ্রেসের পর নিজের ক্ষমতা ধরে রাখায় অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট শি জিনপিং কে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এসময় উত্তর কোরিয়া এবং বানিজ্য বিষয়ে উভয় নেতার মধ্যে আলাপ হয়েছে বলে বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানান তিনি। এছাড়া আগামী মাসে বেইজিং সফরের আশাবাদও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক কিভাবে ভবিষ্যতে আরও সুদৃঢ় করা যায় সেই বিষয়ে দুই নেতা কথা বলেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে, যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প শি জিনপিং এর প্রশংসা করে তাকে চীনের রাজা বলে সম্বোধন করেন। আগামী ৫ বছরের জন্য শি জিনপিং কোনও উত্তরসূরী ছাড়াই পার্টির নেতা নির্বাচিত হয়েছেন।
বুধবার পোলিটবুরোর স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের মধ্যে পাঁচজনের নাম ঘোষণা করেন জিনপিং। তারা মূলত দেশটির নীতি নির্ধারনী পর্যায়ে ব্যাপক ভূমিকা রাখবে। এই ব্যুরোর সদস্যরাই পরবর্তী ৫ বছরের জন্য ক্ষমতার কেন্দ্রে অবস্থান করবেন। যেখানে শি জিনপিং এর নাম ও মতাদর্শ ঠাঁই পেয়েছে সংবিধানে।