নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের সরিষাবাড়ি বারইপটল-ফুলদহের পাড়া গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস গণহত্যা চালিয়ে ১২ জন বীর মুক্তিযোদ্ধাসহ ৫৬ নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে।
সরিষাবাড়ি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন জানান, একাত্তরের এই দিনে মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার হুমায়ূন বাঙ্গালের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের বারইপটল বাজারে বিশ্রাম ও খাবারের জন্য প্রস্তুতি নেন। স্থানীয় রাজাকার আলবদররা পাকিস্তানি সেনাদের খবর দিলে তারা তিনদিক থেকে আক্রমণ করে।
মুক্তিযোদ্ধারা প্রতিরোধেরও চেষ্টা করেন। কিন্তু তাদের মেশিন গানটি বিকল হওয়ায় পাকিস্তানি বাহিনী ১২ জন মুক্তিযোদ্ধাসহ ৫৬ নারী-পুরম্নষ-শিশুকে হত্যা করে। বর্বরতম এ হত্যাষজ্ঞ চালানোর পাশাপাশি ব্যাপক লুটপাটও করে পাকবাহিনী ও তার দোসররা। পরে শহীদদের গণকবর দেয়া হয়। ২০০৮ সালের ১০ অক্টোবর ব্যক্তি উদ্যোগে গণহত্যায় শহীদদের স্মরণে স্মারকসত্মম্ভ ও স্মৃতিফলক স্থাপন করা হলেও, রাষ্ট্রীয়ভাবে শহীদদের গণ কবরগুলো সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়া হয়নি।