৭০ বছরের রাজত্বের অবসান

৭০ বছরের রাজত্বের অবসান

শেয়ার করুন

vhumiballএটিএন টাইমস ডেস্ক:

বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচলনা করা থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজ ৮৮ বছর বয়সে মারা গেছেন।

বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপরই হাসপাতালের সামনে ভিড় জমায় শত শত মানুষ। তার সৌভাগ্য কামনায় গোলাপি পোশাক পরে সেখানে যায় বহু থাই নাগরিক।

৭০ বছর ধরে রাজার দায়িত্ব পালন করে আসা রাজা ভূমিবল থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। রাজার মৃত্যুতে এখন তার উত্তরাধিকারী ৬৩ বছর বয়স্ক যুবরাজ ভাজিরালঙকর্ণ।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা জানান, রাজার মৃত্যুতে একবছরের জন্য শোক পালন করবেন তারা। ১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর রাজা ভূমিবল মাত্র ১৮ বছর বয়সে থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

চলতি বছরের জুনে তার সিংহাসনের আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়।