হাত পাতাই যেন একমাত্র কাজ!

হাত পাতাই যেন একমাত্র কাজ!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

এতো মানুষ! কোন কাজ নেই। অনেকটাই ক্ষুধার্ত এবং কাজহীন অলস মস্তিষ্কগুলো কতদিন স্বাভাবিক থাকবে? শরনার্থী শিবিরে এ দৃশ্য এখন খুবই স্বাভাবিক। শিশু থেকে বয়ষ্ক। হাত পাতাই যেন একমাত্র কাজ।

ত্রাণ বিতরণের জায়গাগুলোতেও নারী ও শিশুদের ভিড়, বাড়তি কিছু পাওয়ার আশায়।

প্রথম দিকে ত্রাণ বিতরণ নিয়ে বিশৃঙ্খলা থাকলেও এখন কার্ডের মাধ্যমে নিয়ম করেই তা দেয়া হচ্ছে। এক্ষেত্রে শিশু ও নারীরা কিছুটা সুবিধা পায় । নারীদের ঘরেও থাকে নানা কাজ। একেবারে উল্টো পুরুষদের ক্ষেত্রে । ২৪ ঘন্টাই কাজহীন পুরুষ।

এ যখন অবস্থা। স্থানীয়দেরও সুযোগ নেয়ার চেষ্টা। ছোট্ট বাচ্চা কোলে রোহিঙ্গা সেজে রাস্তার একপাশে অবস্থান নেয়। কোন গাড়ি থামালেই ভিড় জমে সেখানে। অবশ্য তাদের দাবি, রোহিঙ্গারা আসার পর থেকে সবকিছু দাম বেড়েছে, জীবন ধারন কষ্টকর।

ঢাকার পর উখিয়া এখন সবচেয়ে জনবহুল উপজেলা। যেখানে বাঙ্গালিরাই সংখ্যালঘু। কিছুদিন আগে এক বাঙ্গালিকে হত্যা করে রোহিঙ্গারা। অতীতে ডাকাতি ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা আছে।