হকি বিশ্বকাপে বাংলাদেশের অংশ গ্রহনের দ্বার খুলে যাবে: মাহফুজুর রহমান

হকি বিশ্বকাপে বাংলাদেশের অংশ গ্রহনের দ্বার খুলে যাবে: মাহফুজুর রহমান

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ গ্রহনের মাধ্যমে ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশের অংশ গ্রহনের দ্বার খুলে যাবে বললেন, হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আর এ লক্ষ্য বাস্তবায়নে ফেডারেশন কাজ করছে বলেও জানান, তিনি।

হিরো ১০ম পুরুষ এশিয়া কাপ হকি ঢাকা-২০১৭’র প্রস্তুতি সভায় একথা জানান তিনি। আগামী ১১ অক্টোবর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক এই হকি টুর্নামেন্ট। অংশ নেবে দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ওমান, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দেশ। মঙ্গলবার দুপুরে এর নানা প্রস্তুতি নিয়ে এটিএন বাংলার সম্মেলন কক্ষে বৈঠকে বসেন ফেডারেশন কর্মকর্তাসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।

টুর্নামেন্টকে সফল করতে নানা প্রস্তাব উঠে আসে এই বৈঠকে। প্রচারণার দায়িত্বে এটিএন বাংলার পাশাপাশি আয়োজক হিসেবে থাকছে হকি ফেডারেশন। ক্রিকেটের পর বিশ্ব দরবারে বাংলাদেশের হকিকে সফল করতে সবধরণের প্রস্তুতিই রয়েছে হকি ফেডারেশন।