আলেপ্পোয় বিমান হামলায় নিহত ১৯

আলেপ্পোয় বিমান হামলায় নিহত ১৯

শেয়ার করুন

আলেপ্পো

এটিএন টাইমস ডেস্ক:

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় মারা গেছে কমপক্ষে ১৯ জন। আহত হয়েছে আরো বেশ কয়েক জন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলোপ্পোর ‘আল-সাকুর’ ও ‘আল বাব’ এলাকায় গতরাতে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে নিহতদের মধ্যে বেশ কয়েক জন নারী ও শিশু রয়েছে।

একইদিন ইদলিব প্রদেশেও ‘মারা মাসরিন’ এলাকায় কয়েক দফা বিমান হামলা চালায় সরকারি বাহিনী। এতে অন্তত তিনজনের প্রাণহাণির খবর পাওয়া গেছে। সিরিয়ায় সরকার-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ২০১৩ সাল থেকে আলেপ্পোর একটি অংশ দখল করে রেখেছে বিদ্রোহীরা।

বিদ্রোহীদের হটিয়ে দিতে গতমাস থেকে আলেপ্পোয় জোরদার অভিযান শুরু করেছে আসাদ বাহিনী। তবে অভিযানের কারণে সেখানে অনেক সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে।