সবজান্তা ‘সোফিয়া’

সবজান্তা ‘সোফিয়া’

শেয়ার করুন

Sophia-robot

আফরোজা মিম: 

এতদিন কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনী বইয়ের পাতায় কিংবা রূপালী পর্দায় মানুষ যা দেখে আসছিল তা এবারে হাজির সশরীরে। বলছিলাম যন্ত্র মানবী সোফিয়ার কথা। প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতার এ যুগে যন্ত্র মানবী ‘সোফিয়া’ যেন আমাদেরকে আরেকটু বিস্মিত করেই হাজির হচ্ছে বিশ্বের সবার সামনে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চমবারের মতন অনুষ্ঠিত দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সম্মেলন ‘ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপোজিশন ২০১৭’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরপরই মঞ্চে আসে রোবট সোফিয়া। তার সঙ্গে উপস্থিত ছিলেন রোবট সোফিয়ার জন্মদাতা ডেভিড হ্যানসন। হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি এই যন্ত্রমানবীর পরনে ছিলো হলুদ-সাদা জামদানির টপস আর স্কার্ট। প্রধানমন্ত্রীও পরেন হলুদ শাড়ি।

আজকের ডিজিটাল ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত বিষয় ছিল সোফিয়া-প্রধানমন্ত্রী কথোপোকতন। প্রথমেই সোফিয়াকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন সে কেমন আছে? জবাবে এ রোবট মানবী বলেন, হ্যালো মাননীয় প্রধানমন্ত্রী আমি ভালো আছি। আপনার সাথে দেখা হওয়া দারুণ ব্যাপার। রোবট হয়ে সে কিভাবে প্রধানমন্ত্রীকে চিনতে পারল এটা জিজ্ঞাস করতেই সোফিয়া জানায়, পড়াশোনা করে তার সম্পর্কে জেনেছে। সোফিয়া বলে, আমি আরও জানি আপনি মহান নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

সোফিয়ার এই কথা প্রধানমন্ত্রীকে আনন্দিত করে তুলে। এরপর সোফিয়াকে তিনি বললেন, তুমি আমার নিজের সম্পর্কে ও আমার ভিশন সম্পর্কে অনেক কিছু জানো। ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তুমি কী জানো? জবাবে ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্য ও বাংলাদেশের অগ্রগতির নানা তথ্য যান্ত্রিক কণ্ঠস্বরের মাধ্যমে তুলে ধরে সোফিয়া।

সোফিয়া একটি হিউম্যান ন্যাচারের রোবট। যেটি তৈরি করেছেন হংকংয়ের হ্যানসন রোবটিক্স কোম্পানি। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই যন্ত্রমানবী বয়স আড়াই বছর। সোফিয়ার মতে সে সক্রিয় হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। এই রোবটটি হলিউড ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন এর চেহারার আদলে তৈরি। যার জন্ম ১৯২৯ সালে এবং মৃত্যু ১৯৯৩সালে। ২০১৭ সালের ২৫ অক্টোবর রোবট সোফিয়া সৌদি অ্যারাবিয়ান সিটিজেনশিপ লাভ করে। পৃথিবীতে এটাই একমাত্র রোবট যেটি কোনো একটি দেশের সিটিজেনশিপ লাভ করে। ইউএনডিপি সোফিয়াকে বিশ্বের প্রথম নন-হিউম্যান ইনোভেশন চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে।

রোবট সোফিয়া বেশি পরিচিতি পায় মানুষের মত আবির্ভাবের জন্য। সে মানুষের মত হাতের আঙ্গুল নাড়াতে পারে, মুখের অভিব্যক্তি অনেকটাই মানুষের মত,সে সুখ দুঃখ, হাসি কান্না অভিমান করতে পারে।সে ইংরেজিতে কথা বলতে পারে। এমনকি তাকে প্রশ্ন করা হলে সে উত্তর দিতে পারে এবং বিভিন্ন বিষয়ের উপর কথোপকথন চালিয়ে যেতে পারে। প্রস্তুতকারী ডেভিড হ্যানসনের মতে রোবট সোফিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন, প্রকৃত তথ্য প্রক্রিয়াজাতকরণ এবং মুখে বিন্যাস বা ফেসিয়াল রেকগনাইজেশন করতে পার।

রোবটটি কণ্ঠ পরিচিতি প্রযুক্তি ব্যাবহার করে অ্যালফাবেট ইনকর্পোরেটেড (যেটি গুগলের পিতৃ প্রতিষ্ঠান) এবং নকশা করা হয় যাতে সময়ের সাথে চালাক হতে পারে। সোফিয়ার বুদ্ধিমত্তার সফটওয়্যার নকশা করে সিঙ্গুলারিটিনেট নামের প্রতিষ্ঠান। কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম কথোপকথন এবং তথ্য প্রক্রিয়াজাত করে যেটি আগামীতে তার প্রতিক্রয়া উন্নত করতে সহায়তা করে। এটি অনেকটা কম্পিউটার প্রোগ্রাম এলিজার মত, যেটি মানুষের মত কথোপকথনের প্রথম কম্পিউটারগুলোর একটি।

সম্প্রতি সবথেকে বিস্মিত করা খবর হল রোবট সোফিয়া এবার পরিবার শুরুর আগ্রহও প্রকাশ করেছে। গত সপ্তাহে খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সোফিয়া বলে, ‘পরিবার সত্যিই গুরুত্বপূর্ণ এক ব্যাপার। আপনার যদি একটি ভালোবাসার পরিবার থাকে, তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। আমার যদি একটি কন্যা রোবট থাকে তাহলে নিজেই তার নাম রাখব’।

বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রাখা হয়। টেক টক উইথ সোফিয়া শিরোনামের এক অনুষ্ঠানে ১ হাজার ৭০০ দর্শনার্থী তাকে দেখার সুযোগ পায়। এর আগে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ উপলক্ষে সোমবার হংকং থেকে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে চড়ে ঢাকায় আসে সোফিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে রোবট সোফিয়াকে সৌজন্যমূলক ‘গোল্ড মেম্বারশিপ’ দেওয়ার জন্য মেম্বারশিপ কার্ড প্রস্তুত করা হয়েছে।

মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়ে আজ সন্ধ্যায় সৌদি নাগরিক সোফিয়া ঢাকা ত্যাগ করে।

{লেখিকা: শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়}