শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি, নিখোঁজ ১১০

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি, নিখোঁজ ১১০

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ ১১০ জন। শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির অনেক জায়গায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। রাজধানী কলম্বোয় দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী দানেশ গানকান্দা জানান, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আকস্মিক বর্ষাকাল শুরু হয়েছে।

পানি প্রবাহ বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় পৌছতে পারছে না উদ্ধারকারীরা। তবে ত্রাণ তৎপরতা চলছে। অনেক জায়গায় কয়েকশ বাড়িঘর ধ্বংস হয়েছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ।

এই দুর্যোগের কারণে জাতিসংঘ ও প্রতিবেশী দেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন করেছে শ্রীলঙ্কা। ২০০৩ সালের মে মাসে দেশটিতে বন্যায় আড়াইশ মানুষ প্রান হারিয়েছিল।