শীঘ্রই দুই রেলসেতু উদ্বোধন: রেলমন্ত্রী

শীঘ্রই দুই রেলসেতু উদ্বোধন: রেলমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, আগামী মার্চ অথবা এপ্রিল মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভৈরব-আশুগঞ্জ মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতু ও আখাউড়ার তিতাস নদীর উপর নির্মিত দ্বিতীয় তিতাস রেলসেতু উদ্বোধন করবেন।

এ দুই রেলসেতুর নির্মাণকাজ শেষে হলেই ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত পুরোপুরি ডাবল লাইন হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্বিতীয় ভৈরব রেলসেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

রেলপথমন্ত্রী বলেন, ইতোমধ্যে দ্বিতীয় ভৈরব রেলসেতুর ৯১ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সেতুটি উদ্বোধন হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আরও বেশি ট্রেন চলবে। পাশাপাশি পণ্য পরিবহনে আরও বেশি সুবিধা হবে এবং সাধারণ যাত্রীরার সুবিধা পাবেন।

এরই মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ডাবল লাইন নির্মাণের ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। কাজ শতভাগ শেষ হলে যাত্রীদের দুই ঘণ্টা সময় কমে আসবে।