রোহিঙ্গা সংকটে কম্বোডিয়ার সহযোগিতা চাইলো বাংলাদেশ

রোহিঙ্গা সংকটে কম্বোডিয়ার সহযোগিতা চাইলো বাংলাদেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে কম্বোডিয়ার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুস সেনের সঙ্গে বৈঠকের পর পিস প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কাছে তার দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। রোহিঙ্গা সংকটের কারণে এই অঞ্চলে শাস্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে বলেও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে জানান শেখ হাসিনা।

রোহিঙ্গাদের আশ্রয়সহ সব ধরণের সহযোগিতা দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন হুন সেন। তার দেশ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়ে তিনি বাংলাদেশ ও মিয়ানমারকে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এছাড়া দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট ও সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দুই দেশ কাজ করব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।