মেসি যাদুতে সরাসরি বিশ্বকাপে আর্জেন্টিনা

মেসি যাদুতে সরাসরি বিশ্বকাপে আর্জেন্টিনা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

সব শঙ্কাকে দূর করে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচের জয়ের কোন বিকল্প ছিলনা আর্জেন্টিনার। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটাই ছিল শেষ সুযোগ। ইকুয়েডরের রাজধানী কিটোর অলিম্পিক স্টেডিয়ামে অবশ্য ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ১ মিনিটেই গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন রোমারিও ইবারা। তবে, সমতায় ফিরতে বেমশ সময় নেয়নি সাম্পাওলির দল।

১২ মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরার লিওনেল মেসি। এরপর ২০ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসান পাঁচবারের বর্ষসেরা মেসি।

এরপর আর কেউই গোল না পাওয়ায় শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় দিয়ে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা।