মেক্সিকোয় আবারও শক্তিশালী ভূমিকম্প

মেক্সিকোয় আবারও শক্তিশালী ভূমিকম্প

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্পে ৩শ’র বেশি মানুষের প্রাণহানির পর, সেখানে আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার আঘাত হানা ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.১।

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১২টা ৫৩ মিনিটে ওক্সাকা প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মাতিয়াস রোমেরো শহর ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। মেক্সিকোর ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র একই মাত্রার কথা জানিয়েছে। ভূমিকম্পের পরে রাজধানী মেক্সিকো সিটিতে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে।

গত মঙ্গলবার মেক্সিকোর রাজধানীতে ৭.১ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ সংগঠিত হয়। দেশটির সিভিল প্রটেকশন সার্ভিস জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে নতুন করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।