মিয়ানমারে শুরু হয়েছে এশিয়া ইউরোপ মিটিং

মিয়ানমারে শুরু হয়েছে এশিয়া ইউরোপ মিটিং

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে শুরু হয়েছে এশিয়া ইউরোপ মিটিং- আশেম। এতে অংশ নিচ্ছেন এশিয়া ও ইউরোপের ৫১টি দেশ ও দুটি আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা।

শুরুতেই বক্তব্য রাখেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী অং সাং সুচী।

এ বৈঠকে সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং যোগাযোগ বিষয়ে আলোচনা করবেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

তবে এবারের বৈঠকে রোহিঙ্গা ইস্যুই প্রধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে শুরু হবার পর প্রতি দু’বছর পরপর, একবার ইউরোপে ও পরবর্তিবার এশিয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হয়ে আসছে।