মিয়ানমারের সেনাপ্রধান-টিলারসন ফোনালাপ

মিয়ানমারের সেনাপ্রধান-টিলারসন ফোনালাপ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে মিয়ানমারের সেনা প্রধানকে টেলিফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়: বৃহস্পতিবার মিয়ানমার সেনা প্রধান মিন অং’কে টেলিফোন করে রাখাইন রাজ্যে নির্যাতনের সঠিক কারণ ব্যাখার দাবি করেন।

এসময় তিনি সংকট সমাধান ও পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে সহায়তা করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে রাখাইন রাজ্যে অবস্থান করা রোহিঙ্গাদের সহায়তা পৌঁছানোর জন্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দেওয়ারও আহ্বান জানান।

গত ২৫ আগস্ট রাখাইন প্রদেশে সহিংসতার পর রোহিঙ্গাদের ‍উপর সেনা বাহিনী নিধনযজ্ঞ শুরু করলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা।