ভোট পুনর্গণনা ঠেকাতে আদালতে ট্রাম্প

ভোট পুনর্গণনা ঠেকাতে আদালতে ট্রাম্প

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান সমর্থকরা।

শুক্রবার মিশিগানের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল বিল শুট স্টেট সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন শেষ হওয়ার পর ভোট পুনর্গণনার সিদ্ধান্ত অযৌক্তিক এবং অসাংবিধানিক। তাই এই প্রক্রিয়া বাতিল করা হোক।

যদিও গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের আবেদনের প্রেক্ষিতে এরইমধ্যে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা শুরু হয়েছে। সেখানে ট্রাম্প ১ শতাংশের কম ভোটে হিলারির বিরুদ্ধে জয়ী হয়েছেন। উইসকনসিনে পুনর্গণনার খরচ বাবদ স্টেইন ৩৫ লাখ ডলার দিয়েছেন।

তিনি সেখানে মোট ভোটের ১ শতাংশের কিছু বেশি পেয়েছেন। তার দাবি, অঙ্গরাজ্যের কয়েকটি অংশে ভোট দেওয়ার যন্ত্র ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য অংশে ঝুঁকিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে। সেখানে অনিয়মের সুযোগ ছিল এবং হয়তো সে রকম ঘটেছে।