ভারত ও রাশিয়ার যৌথ মহড়া চলছে

ভারত ও রাশিয়ার যৌথ মহড়া চলছে

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

রাশিয়ার ভ্লাদিভস্কে ভারত এবং রুশ সেনা বাহিনীর যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে।

inida-russiaবুধবার থেকেই রাশিয়ার উসিরিস্ক জেলার ভ্লাদিভস্কে এই দুইদেশের যৌথ সামরিক মহড়া শুর হয়। এই মহড়াটির নাম ‘ইন্দ্র-২০১৬।

পাহাড় ও জঙ্গলে সন্ত্রাসবিরোধী অভিযানে সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এবারের মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে। সামরিক বাহিনীর সদস্যদের আরও দক্ষ করে তুলতে ১১ দিনের একটি প্রশিক্ষণও অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও রাশিয়ার সামরিক বাহিনী কুজকাওয়াজে অংশ নেয়। উভয় দেশের মোট ৫০০ সেনাসদস্য এ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিচ্ছে।

অক্টোবরের শেষ সপ্তাহে ভারতীয় বাহিনী মহড়া শেষ করে তাদের দেশে ফিরবে বলে জানা গেছে।