ভারতীয় কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন সোনিয়া গান্ধী

ভারতীয় কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন সোনিয়া গান্ধী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ভারতের শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী দল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন সোনিয়া গান্ধী। দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীর হাতে প্রাণ হারানোর ৩ বছর পর, ১৯৯৪ সালে সক্রিয় রাজনীতিতে আসেন সোনিয়া গান্ধী।

এরপর ১৯৯৮ সালে সভাপতির দায়িত্ব নেন তিনি। ২০০৪ ও ২০০৯’র লোকসভা নির্বাচনে নেতৃত্ব দিয়ে দলকে জয়ী করেছেন সোনিয়া গান্ধী।

প্রায় ১৯ বছর সভাপতির দায়িত্ব পালন করার পর, ছেলে রাহুল গান্ধীকে উত্তরসূরি নির্বাচন করে শীর্ষ পদের দায়িত্ব ছাড়লেন সোনিয়া। তবে দলের সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেও, সোনিয়া এখনই রাজনীতিকে বিদায় জানাচ্ছেন না বলে জানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ। তিনি বলেন, সোনিয়া গান্ধী দলের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক হিসেবেই কাজ করে যাবেন।