বিবিসির জরিপে প্রভাবশালী  ১০০ নারীর তালিকা প্রকাশ

বিবিসির জরিপে প্রভাবশালী  ১০০ নারীর তালিকা প্রকাশ

শেয়ার করুন
International
।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিশ্বের প্রভাবশালী ও অনুকরণীয় একশ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২১ সালের ওই তালিকায় বিশ্বের প্রভাবশালী নারীদের নাম উঠে এসেছে। এ তালিকায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছেন আফগান মুসলিম নারীরা।

যেসব নারী আমাদের সমাজ, সংস্কৃতি ও বিশ্বকে নতুনভাবে উদ্ভাবনে ভূমিকা পালন করছেন তাদের এই তালিকায় স্থান দিয়েছে  বিবিসি।

প্রভাবশালী নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভ্যাকসিন কনফিডেন্স প্রকল্পের প্রধান অধ্যাপক হেইডি জে লারসন ও প্রশংসিত লেখক চিমামান্ডা এনগোজি আদিচিসহ আরও অনেক নারী স্থান পেয়েছেন।

চলতি বছর বিবিসির এই তালিকায় আফগানিস্তানের ৫০ জন নারী স্থান পেয়েছেন। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের ছবি প্রকাশ করা হয়নি। তাছাড়া তাদের ছদ্মনাম ব্যবহার করা হয়েছে।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পরেই নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়। ভেঙে দেওয়া হয় দেশটির নারীবিষয়ক মন্ত্রণালয়ও। এখনো অনেক ক্ষেত্রে নারীরা কর্মস্থলে ফিরতে পারেননি। তালিকায় তাদের সাহসিকতা ও কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

মোট চার ক্যাটাগরিতে ১০০ জনের এই তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রাখায় ৩১ জন, পরিবেশ ও খেলাধুলায় ১৬ জন , রাজনীতি ও অধিকারকর্মী ৩১ জন এবং বিজ্ঞান-স্বাস্থ্যে ২২ জনকে স্থান দেওয়া হয়েছে।