প্রায় ২ বছর ধরে বন্ধ বেনাপোল এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

প্রায় ২ বছর ধরে বন্ধ বেনাপোল এক্সপ্রেস, দুর্ভোগে যাত্রীরা

শেয়ার করুন

Benapol Train
।। বেনাপোল প্রতিনিধি ।।

বেনাপোল-ঢাকাগামী আন্ত:নগর ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশব্যাপী বিধিনিষেধ জারি হলে ট্রেনগুলোর মতো ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে বিধিনিষেধ তুলে নিলে সব ট্রেন চালু হলেও এই ট্রেনটি বন্ধ থেকে যায়।
ভারত সীমান্ত খুলে দেওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে হাজারও পাসপোর্টধারী যাত্রী প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করে থাকে। তাদের বেশির ভাগেরই মাধ্যম হচ্ছে বাস। ফেরি চলাচলে বিভিন্ন অসুবিধা হলে এই বাস নির্দিষ্ট সময়ে ঢাকা কিংবা বেনাপোলে পৌঁছাতে পারে না। এর ফলে যাত্রীদের অবর্ণনীয় দুর্দশার পড়ে। এসব কারণে ঢাকা-বেনাপোল রেল সার্ভিস চালুর দাবি সাধারণ মানুষের।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ বলেন, দীর্ঘদিন ফেলে রাখায় ‘বেনাপোল এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি মেরামতে সৈয়দপুরের লোকোশেডে রয়েছে। খুব শিগগির এই ট্রেন চালু করা হবে।