পশ্চিমবঙ্গের নাম হবে ‘বঙ্গ বা বাংলা’

পশ্চিমবঙ্গের নাম হবে ‘বঙ্গ বা বাংলা’

শেয়ার করুন

mamata-banerjee মমতা

এটিএন টাইমস ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা বা বঙ্গ’ রাখতে যাচ্ছে মমতা সরকার।

মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হেয়েছে। এরইমধ্যে রাজ্যটির বিধানসভায় নাম পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছে। নাম পাল্টাতে রাজ্য সরকারের প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।

আর কেন্দ্রের সবুজ সংকেত পেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ২৬ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বিশেষ অধিবেশনে নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত হবে।

রাজ্যটির নাম ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ হওয়ায় কারণে আদ্যাক্ষরের অগ্রাধিকারের কারণে সংসদে এবং অনেক সভায় শেষ দিকে কথা বলার সুযোগ পান মুখ্যমন্ত্রী মমতা। এই কারণেই রাজ্যের নাম পরিবর্তন করার উদ্যোগ নেয়া হয়।