পটুয়াখালীতে বিলুপ্তির পথে জাতীয় ফুল শাপলা

পটুয়াখালীতে বিলুপ্তির পথে জাতীয় ফুল শাপলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর উপকূলীয় এলাকা থেকে বিলুপ্তির পথে জাতীয় ফুল শাপলা। এজন্য দায়ী জমিতে মাত্রাতিরিক্ত আগাছা ও কীটনাশক প্রয়োগ, জলবায়ু পরিবর্তনজনিত কারণে মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং খাল-বিলসহ জলাশয় ভরাট।

কয়েক বছর আগেও পটুয়াখালীর খাল-বিলগুলো শাপলার সৌন্দর্য্যে ঝলমল করতো। জলাশয় ও নিচু জমিতে বর্ষা থেকে শরতের শেষ পর্যন্ত ফুটে থাকতো হাজার হাজার শাপলা। গ্রামের প্রান্তে বিল-বাঁওড়ে প্রাকৃতিকভাবেই জন্মানো শাপলার সৌন্দর্য্যে মন ভরেনি, এমন মানুষ বিরল।

কেবল প্রাকৃতিক শোভা নয়, ভেষজ ও পুষ্টিগুণসমৃদ্ধ লাল-সাদা শাপলা ছিলো অনেকেরই প্রিয় সব্জি। এখন গ্রামের পর গ্রাম ঘুরলেও যার দেখা মিলছে না।

সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কয়েক যুগ ধরে ধান ও মাছ চাষের ফলে আবাদী জমি, খাল-বিল ও আবদ্ধ জলাশয়ের আকৃতি-প্রকৃতি পরিবর্তন এজন্য দায়ী। বাজারমূল্য কমে যাওয়া এবং কৃষিপণ্য হিসেবে চাষের আওতায় না আনাও শাপলা বিলুপ্তির কারণ, মনে করেন অনেকে।