দ্বিতীয় সারির দল নিয়েও রিয়ালের জয়

দ্বিতীয় সারির দল নিয়েও রিয়ালের জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় সারির দল নিয়েও স্প্যানিশ লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেগানেসতে তারা পরাজিত করেছে ২-১ গোলে। অন্য ম্যাচে কার্লোস বার্কার হ্যাটট্রিকের সুবাদে ভিয়ারিয়াল ৪-১ গোলে পরাজিত করেছে সেল্টা ভিগোকে।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ। সে কারণেই নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দেয় রিয়াল।

বড় তারকাদের মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল করিম বেনজেমা ও গ্যারেথ বেল। তারপরও নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলে স্বাগতিকরা। সে কারণে ম্যাচের ৮ মিনিটে গ্যারেথ বেলের গোলে এগিয়ে যায়

এরপর একের পর এক আক্রমণ শানালেও ব্যবধান বাড়াতে পারেনি। তবে ম্যাচের ৪৫ মিনিটে বোরিয়া মেয়োরাল গোল করলে স্কোরলাইন দাড়াঁয় ২-০। বিরতি থেকে ফিরে রিয়ালকে আর ছন্দে দেখা যায়নি। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৬৬ মিনিটে লেগানেসের হয়ে ডারকো ব্রাসানাক গোল করে ব্যবধান কমান।

৩৪ ম্যাচ খেলে বার্সার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রিয়াল।মোট ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে জিনেদিন জিদানের দল। একম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট সংগ্রহে লেগানেসের অবস্থান পঞ্চদশ ।

আরেক ম্যাচে কার্লোস বার্কার হ্যাটট্রিকে সেল্টা ভিগোর বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে ভিয়ারিয়াল। ১৩, ৩৫ এবং ৩৮ মিনিটে গোল তিনটি করেন বাক্কা। দলের হয়ে আরেকটি গোল আসে মিডফিল্ডার কাস্তিলিয়েজোর কাছ থেকে।

অন্যদিকে সেল্টা ভিগোর পক্ষে একমাত্র গোল করেন স্ট্রাইকার সিসটো। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রযেছে ভিয়ারিয়াল।একম্যাচ বেশি খেলে ৪৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে সেল্টা ভিগো।