দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে পার্থ টেস্ট

দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে পার্থ টেস্ট

শেয়ার করুন

parth test

স্পোর্টস ডেস্ক:

পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে ২০০ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংলিশদের দেয়া ৪০৩ রানের জবাবে দিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ২০৩ রান। আগের দিনের ৩০৫ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড।

১১০ রানে অপরাজিত থাকা মালান ফেরেন ব্যাক্তিগত ১৪০ রানে। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন জনি বেয়ারস্টো। আউট হন ১১৯ রানে।

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪০৩। অজি পেসার মিচেল স্টার্ক ৪টি ও হ্যাজলউড নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৪৪ রানেই আউট হন ডেভিড ওয়ার্নার।

আরেক ওপেনার বেনক্রফটও ফেরেন ব্যাক্তিগত ২৫ রানে। তবে অর্ধশতক তুলে নেন উসমান খাওজা।যদিও ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। আউট হন ৫০ করে। দিন শেষে শন মার্শকে সাথে নিয়ে ৯২ রানে অপরাজিত আছেন অধিনায়ক স্টিভ স্মিথ।