ঢাকায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব

ঢাকায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গাদের ফেরাতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের জন্য ঢাকায় এসেছে মিয়ানমারের প্রতিনিধি দল। মিয়ানামারের পররাষ্ট্র সচিব মিন্ট থো এর নেতৃত্বে ৬ সদস্যের দলটি সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, তাদের এই সফরেই গঠন হবে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।

গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে ব্যবস্থাপত্র সই হয়, তাতে বলা ছিল ৩ সপ্তাহের মধ্যেই দু দেশের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

এরইমধ্যে সংখ্যার হিসেবে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় যে দ্বি-পাক্ষিক বৈঠক হবে তাতেই চূড়ান্ত হবে ওয়ার্কিং গ্রুপ রূপরেখা। এতে দুই দেশের ১২ জন করে মোট ২৪ সদস্য থাকবেন।