ঠাকুরগাঁওয়ে বাড়িতেই রঙিন মাছ চাষে সাফল্য

ঠাকুরগাঁওয়ে বাড়িতেই রঙিন মাছ চাষে সাফল্য

শেয়ার করুন

Thakurgaon Fish

।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ে নিজের বাড়ির উঠোনে অ্যাকুরিয়ামের রঙিন মাছের খামার করে সাফল্য পেয়েছেন ঢাকা তিতুমির কলেজের ছাত্র তাসনিমুল ইসলাম তাজ। সদর উপজেলার বরুনাগাঁও হাজিপাড়ায় বাড়ির উঠোনেই সেট করে এ্যাকুরিয়ামের শখের মাছ প্রজননে কাজ শুরু করেন তিনি।

তাজ জানান, করোনার মধ্যে ক্লাস বন্ধ থাকায় গত জানুয়ারিতে রাজশাহী, সিলেট, চিটাগাংসহ বেশকয়েটি জেলা থেকে অল্প সংখ্যক রঙ্গীন মাছ সংগ্রহ করে শখের বসে বাড়িতে প্রথমে এ কাজ শুরু করেন। পরে চাহিদা বাড়তে থাকায় বাণিজ্যিক ভাবে শুরু হয় রঙিন এ মাছের চাষ। প্রতিটি মাছ বিক্রি হচ্ছে ২শ টাকা থেকে ১ হাজার টাকায়। এতে লাভও হচ্ছে বেশ।

তাজ আরো জানান, পানির গøাস, জগ, গামলা ও সিমেন্টে রিংসহ বিভিন্ন পাত্রে মাছ ও ডিম রেখে প্রজননের জন্য ব্যবহার করছেন বায়োফ্লকের আদলে অক্সিজেন। কয়েক মাসের ব্যবধানে তাতে উৎপাদিত হচ্ছে গোল ফিস, রেড ক্যাপ, গাপটি, মলি ও প্লাটিসহ দশ জাতের মাছ। এই মাছ চাষ দেখতে তাজের বাড়িতে ভিড় করছেন অনেক মানুষ।