ট্রুডো-সুচি বৈঠক: রোহিঙ্গা সংকট সমাধানের ইচ্ছা প্রকাশ সু চির

ট্রুডো-সুচি বৈঠক: রোহিঙ্গা সংকট সমাধানের ইচ্ছা প্রকাশ সু চির

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।শুক্রবার ভিয়েতনামে এপেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

৪৫ মিনিটের কথোপকথনে রোহিঙ্গা ইস্যু নিয়ে কানাডার উদ্বেগের কথা সুচিকে জানান প্রধানমন্ত্রী ট্রুডো।

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, এটি শুধু মানবিক সংকটই নয় বরং রাজনৈতিক সংকটও। আর তা নিরসনে মিয়ানমারের অবশ্যই কিছু করার আছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন বলেও আশা করেন তিনি।

এর জবাবে সু চি জানান, বিতাড়িত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কফি আনান কমিশনের দেয়া সুপারিশের আলোকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। এবং এ বিষয়ে অন্যান্য কার্যক্রম হাতে নেয়া হবে।

আলোচনায় সু চি তার সরকারের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন : গণতান্ত্রিক হলেও সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দেশ পরিচালনায় সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি।