জয়পুরহাট ও মাগুরায় দুই হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাট ও মাগুরায় দুই হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন

 

এটিএন টাইমস ডেস্ক :

জয়পুরহাট ও মাগুরায় দুই হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মাগুরায় আব্দুল মতিন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ধারকী গ্রামের ওয়াজেদ আলী তোরাফ, চৈতুন মোল্লা, ছাফাদুল, মছির উদ্দীন, আনু, আবু হাসান দিলীপ ও মন্টু মিয়া। মাহবুব আলমকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দেয়া হয়েছে।

২০০৬ সালের ২৭ অক্টোবর ধারকী গ্রামের আব্দুল মতিনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এদিকে, মাগুরায় আব্দুর রউফ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০১১ সালের ১৪ জুলাই বরালিদহ গ্রামের আব্দুর রউফকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করে একই গ্রামের মোহন, সুরত আলী, হাসেম ও পারভেজ।