জিম্বাবুয়ের ক্ষমতা দখলকে অভ্যূত্থান হিসেবেই দেখছে আফ্রিকান ইউনিয়ন

জিম্বাবুয়ের ক্ষমতা দখলকে অভ্যূত্থান হিসেবেই দেখছে আফ্রিকান ইউনিয়ন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে গৃহবন্দি করে সেনাদের জিম্বাবুয়ের ক্ষমতা দখলকে অভ্যূত্থান হিসেবেই দেখছে আফ্রিকান ইউনিয়ন। এসময় দেশটিকে দ্রুত সাংবিধানিক শাসন ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রধান আলফা কোনদে।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানায়: ১৯৮০ সালে ব্রিটিশ উপনিবেশিকতা থেকে স্বাধীন হওয়ার পর থেকে বেশিরভাগ সময় দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৯৩ বছর বয়েসি মুগাবে।

তবে তাকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক এই অভ্যূত্থানকে। যদিও সেনাবাহিনীর দাবি, কোনোরকম অভূত্থান নয়, প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধীদের শায়েস্তা করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মুগাবে নিরাপদে আছেন বলেও জানান তারা।

তবে এখন মুগাবের স্থলাভিষিক্ত কে হবে, তা নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। এদিকে জিম্বাবুয়ের এই রাজনৈতিক পরিস্থিতিতে, সকল পক্ষকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।