জার্মানির সাধারন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

জার্মানির সাধারন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানিতে সাধারন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ওই নির্বাচনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল টানা চতুর্থবারের মতো বিজয়ী হতে পারেন বলে বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে।

জনমত জরিপ অনুযায়ী, মার্কেলের জয়ের বিষয়টি প্রায় নিশ্চিত। দ্বিতীয় অবস্থানে থাকতে পারেন প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সভাপতি মার্টিন শুলত্জ।

সর্বশেষ জরিপ অনুযায়ী মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন এবং সহযোগী ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন পেতে যাচ্ছে ৩৬ দশমিক ৩ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি পাবে ২২ দশমিক ১ শতাংশ ভোট।

নির্বাচনে সহযোগী ব্যাভারিয়া রাজ্যের ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন।