চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ

চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের দাপটে, একের পর এক অপকর্ম করে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়েও আর্থিক প্রতারণার অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি।

শামসে আরা পারভীন জানান আমাকে কলেজে চাকরি দিতে চেয়েছেন তিনি। তবে এজন্য তিনি ১০ লক্ষ টাকা দিয়েছি। পরে তিনি ১৫ লাখ টাকা দাবি করেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানের বিরুদ্ধে এমনই অভিযোগ বীরগঞ্জ উপজেলার শামসে আরা পারভীনের। কলেজে ইতিহাস শিক্ষকের পদে চাকরি দেয়ার কথা বলে, গত ২০১৫ সালের ডিসেম্বর মাসে টাকা নেন মোনায়েম খান।

ছলচাতুরির বুঝতে পরে টাকা ফেরত চান পারভীন। টাকা তো ফেরত দেননি, উল্টো ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। শুধু এই একজনের সঙ্গেই নয়, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে নিজের কলেজে এবং সদ্যপ্রতিষ্ঠিত প্রতিবন্ধী স্কুলে চাকরি দেয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করেছেন এলাকার অনেকেরই সঙ্গে। কলেজ কমিটির সাবেক সভাপতি জানালেন, দুর্নীতির করেই এখন অনেক সম্পদের মালিক হয়েছেন মোনায়েম খান। এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে, কথা বলতে রাজী হননি অভিযুক্ত ওই অধ্যক্ষ।