ঘূর্ণিঝড় আর্লের আঘাতে মেক্সিকোয় নিহত ৩৯

ঘূর্ণিঝড় আর্লের আঘাতে মেক্সিকোয় নিহত ৩৯

শেয়ার করুন

MEXICO EARL ATTACK
এটিএন টাইমস ডেস্ক:

মেক্সিকোতে ঘূর্ণিঝড় আর্লের আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে।

রোববার দেশটির জাতীয় জরুরি বিভাগের প্রধান লুয়িস ফেলিপে পুয়েন্তে জানিয়েছেন, পুয়েবলা রাজ্যে ২৮ জন এবং পার্শ্ববর্তী ভেরাক্রুজ রাজ্যে আরো ১১ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ভূমিধসে পাহাড়ের একাংশ ধসে পড়েছে। ধসে পড়া দেয়াল ও ছাদের নিচে আটকে পড়ে আছে অনেক ভবন। সিয়েরা নর্তে পুয়েবলা পর্বতমালার কাছাকাছি একটি শহরে হতাহতের সংখ্যা বেশি। আহত হয়েছেন আরো অনেক মানুষ। নিকটবর্তী টিলাওলা এলাকায় আরো ৩ জনের প্রাণহানি হয়েছে।

গত বৃহস্পতিবার মেক্সিকোর উপকূলীয় এলাকা বেলিজে আঘাত হানে ঘূর্ণিঝড় আর্ল। তারপর থেকেই শুরু হয় প্রবল বৃষ্টিপাত। আর এতেই দেখা দেয় বন্যা। বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।