গুলেনকে ফেরত চেয়ে তুরস্কের চিঠি

গুলেনকে ফেরত চেয়ে তুরস্কের চিঠি

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক:

মার্কিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে স্বেচ্ছায় নির্বাচিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলনেকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে তুরস্ক। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুর এই তথ্য দিয়েছে।

FILE - In this March 15, 2014 file photo, Turkish Islamic preacher Fethullah Gulen is pictured at his residence in Saylorsburg, Pennsylvania, United States. Police conducted raids in a dozen Turkish cities Sunday, detaining at least 24 people — including journalists, TV producers and police — known to be close to a movement led by a U.S.-based moderate Islamic cleric who is a strong critic of President Recep Tayyip Erdogan. It was the latest crackdown on cleric Fethullah Gulen's movement, which the government has accused of orchestrating an alleged plot to try to bring it down. (AP Photo/Selahattin Sevi, File)

শনিবার ইস্তানবুলের চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, তারা নিশ্চিত গুলেনের আদেশেই তুরস্কে অভ্যুত্থান চেষ্টা চালানো হয়েছে। ফলে মার্কিন কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে গুলেনকে গ্রেফতার করে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে তুর্কি সরকার।

তুরস্কের বিচার মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, গুলেনের বিরুদ্ধে সরকার উচ্ছেদ করার চেষ্টাসহ ১০টি অভিযোগ আনা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের তুরস্ক সফরের আগেই তুরস্কের সংবাদমাধ্যমে এই খবর দেয়া হলো।

তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর জো বাইডেন প্রথমবার তুরস্ক সফরে যাচ্ছেন আগামী ২৪ আগস্ট। আর মার্কিন বিচার বিভাগের কর্মকর্তারা আসবেন দু’দিন আগেই।