গণ আদালতে দোষী সাব্যস্ত সু চি

গণ আদালতে দোষী সাব্যস্ত সু চি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং দেশটির সেনা প্রধার মিন অং লাইংসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দোষি সাব্যস্ত করেছে একটি আন্তর্জাতিক গণ আদালত।

সকালে এই রায় ঘোষণা করা হয়। মিয়ানমারে রোহিঙ্গা ও কাচিন সম্পদায়ের ওপর গণহত্যা, নির্যাতন-নিপীড়নের অপরাধ তদন্তে যুক্ত বিশিষ্ট ব্যক্তি ও আইনজীবীদের নিয়ে গঠিত ৮ সদস্যের বিচারক প্যানেল এই রায় দেন।

গত সোমবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর মালেয়েশিয়ার রাজধানী কুয়াললামপুরে পার্মানেন্ট পিপলস ট্রাইব্যনাল-পিপিটিতে এই বিচারিক প্রক্রিয়া শুরু হয়। সুচিই প্রথম কোনো নোবেল জয়ী যিনি ব্যাতিক্রমী এ আদালেতে বিচারের সম্মুখীন হলেন এবং সেই সাথে দোষী সাব্যস্ত হলেন।