কে হচ্ছেন সাকিবদের কোচ?

কে হচ্ছেন সাকিবদের কোচ?

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

জাতীয় ক্রিকেট দলে কোচের শুন্যস্থান পুরণের প্রথম ধাপ শেষ করেছে বিসিবি। চুড়ান্ত সিদ্ধান্ত নিতে বোর্ডকে পার করতে হবে আরো কয়েকটি ধাপ। ১০ ডিসেম্বর বোর্ড সভা শেষে, জানা যাবে শ্রীলংকা সফরে টিম বাংলাদেশ কোচ হিসেবে কাকে পাচ্ছে?

রিচার্ড পাইবাস সকালে মিরপুরে বোর্ড সভাপাতি ও অন্যন্য পরিচালকের সঙ্গে দেখা করেন। পাশাপাশি টিম বাংলাদেশ নিয়েও পাইবাস তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেছেন। কি আছে বাংলাদেশ দলের সাবেক কোচের পরিকল্পনায়? তারই সারাংশ তুলে ধরেছেন বোর্ড প্রধান নাজমুল হাসান।

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্সও আছেন বাংলাদেশ দলের কোচের সংক্ষিপ্ত তালিকায়। তিনিও বোর্ডের সঙ্গে সাক্ষাত করবেন। তবে কি শ্রীলংকা সিরিজের আগেই মাশরাফিদের কোচ খুঁজে দিচ্ছে বিসিবি। মাঠে ক্রিকেটাররা খেলেন; তাই কোচ নিয়ে তাদের সঙ্গেও আলোচনা করেছেন বোর্ড সভাপতি। সেখানে ভিন্নমত রয়েছে ক্রিকেটারদের মধ্যে।

পাইবাস ইস্যু বারবারই ফিরিয়ে আনে ২০১২ সালে প্রায় ৫ মাস বাংলাদেশের কোচের দায়িত্ব নেওয়ার বিড়ম্বনা। বর্তমান বোর্ডও নিশ্চয় সবকিছু বিবেচনায় রেখে ক্রিকেটের স্বার্থেই সিদ্ধান্ত নেবে।