কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালের বেহাল দশায় দুর্ভোগে মানুষ

কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালের বেহাল দশায় দুর্ভোগে মানুষ

শেয়ার করুন

comilla bus terminal
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া আন্ত:জেলা বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন চালক,শ্রমিক ও যাত্রীরা। প্রথম দেখায় এটা জলাশয় না টার্মিনাল তা বুঝার উপায় নেই। ২০১১ সালে নির্মাণ করা টার্মিনালটির দীর্ঘদিন কোনও সংস্কার হয়নি।

টার্মিনালে পর্যাপ্ত টয়লেট সুবিধা নেই,  নেই সুপেয় পানি ও নামাজের স্থান। চারদিকে শুধু কাদা পানি। টার্মিনাল সংস্কার দাবিতে টার্মিনালসহ পাশের সড়কের ওপর এলোপাথাড়ি বাস রেখে যান চলাচল ২ ঘণ্টা বন্ধ করে রাখে কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ৩ আগস্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ওই টার্মিনাল থেকে ২০টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। অবরোধ চলাকালে এই টার্মিনাল থেকে ঢাকা-চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী-চাঁদপুর, কক্সবাজার এবং কুমিল্লার বিভিন্ন উপজেলায় নিয়মিত বাস চলাচল বন্ধ থাকে।

সূত্রে জানা গেছে, নিয়মিত সংস্কার না হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকার জাঙ্গালিয়া আন্তঃজেলা বাস টার্মিনালটিতে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়। এতে যানবাহনসহ যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। কুমিল্লা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এজন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বাস টার্মিনাল এলাকার খানাখন্দ মেরামতের জন্য দাবি জানান। এরপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন,বাস টার্মিনালটি জলাশয়ে পরিণত হয়েছে। এতে যাত্রীদের চলাচলে অসুবিধাসহ বাসের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এছাড়া বাস টার্মিনালটি আরও বড় করা প্রয়োজন। টার্মিনালটির সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি। টার্মিনালটি সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে।

কুমিল্লা জেলা বাস মালিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জামিল আহমেদ খন্দকার বলেন,টার্মিনালটির বেহাল অবস্থা নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি। আশা করছি দ্রুত এর সংস্কার হবে।

এ ব্যাপারে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, জাঙ্গালিয়া আন্তঃজেলা বাস টার্মিনালটি পরিদর্শন করেছি। ভবন নির্মাণ,রিটার্নিং ওয়াল,১২ইঞ্চি ঢালাইয়ের জন্য ৬ কোটি ৩৭লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী মাসে টেন্ডার আহ্বান করা হবে। এই মুহূর্তে সংস্কারের জন্য ৩দফায় ১২লাখ টাকার বরাদ্দ দেওয়া হবে।