ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনশন

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনশন

শেয়ার করুন

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনশন

এটিএন টাইমস ডেস্ক:

ইসরায়েলের কারাগারগুলোতে কয়েক দিন ধরে অনশন করে আসছে প্রায় চারশ’ ফিলিস্তিনি বন্দি।

‘প্যালেস্টিনিয়ান প্রিজনার ক্লাব’ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ৮০ জন বন্দি প্রথমে অনশন শুরু করে। এরপর ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন কারাগারের আরো ৩শ’ ২৫ ফিলিস্তিনি বন্দি খাবার গ্রহণ অস্বীকৃতি জানান। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনশন পালনকারী ফিলিস্তিনিদের মধ্যে হামাসের অনেক সদস্যও রয়েছেন। বন্দিদের ওপর নির্যাতন, হামাসের সদস্যদের ভিন্ন কারাগারের স্থানান্তর ও নির্ধারিত সময়ের পরেও ফিলিস্তিনিদের মুক্তি না দেয়ার প্রতিবাদে, এই কর্মসূচি শুরু করেছে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি কারাগারের এক কর্মকর্তা জানান, হামাস বন্দিদের কারাগারের আলাদা কক্ষে স্থানান্তরের প্রতিবাদে অনশন পালন করছে ফিলিস্তিনিরা।