ইন্টারনেটে প্রতারণা: সাভারে ৫ নাইজেরিয়ান আটক

ইন্টারনেটে প্রতারণা: সাভারে ৫ নাইজেরিয়ান আটক

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাভার থেকে পাঁচ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়ার হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিংয়ের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্মকর্তারা জানান, সুগন্ধা হাউজিংয়ের তিনতলা বাড়ির দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ১ বছর ধরে বসবাস করছিল ওই পাঁচ নাইজেরিয়ান নাগরিক। পরে ওই বাড়ি থেকে সাইবার ক্রাইমের মাধ্যমে নাইজেরিয়ান নাগরিক প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই ওই বাড়িতে অভিযান চালায়।

পরে তাদের ফ্ল্যাটে তল্লাশী চালিয়ে পাঁচ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ১১টি মোবাইল, ২০টি সিম কার্ড, ৫টি পেনডাইভ, নগদ ১ লাখ ১৯ হাজার টাকা ও ১শ ইউএস ডলার উদ্ধার করা হয়।