আশিকের মুক্তি দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

আশিকের মুক্তি দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

মিথ্যা মামলায় গ্রেপ্তার দৈনিক অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদকে মুক্তি দিতে, ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। আশিক মোহাম্মদকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে, শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন সাংবাদিকরা।

পরে সেখানে এক মানববন্ধনে সাংবাদিক নেতারা, আগামীকাল পল্টন থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। বলেন প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ঘেরাও করা হবে। বর্জন করা হবে পুলিশের সকল ইতিবাচক সংবাদ। গত ২৭ জুন মধ্যরাতে বাসায় ফেরার পথে, শান্তিনগর কাঁচাবাজারের কাছে আশিকের মোটরসাইকেল থামায় পল্টন থানা পুলিশ।

এক পর্যায়ে পুলিশের আচরণ এবং তল্লাশির নামে হয়রানির প্রতিবাদ করলে, পুলিশ তাঁকে থানায় নিয়ে মারধর এবং এক লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায়, তাঁকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে চালান দেয়া হয়। এদিকে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, পুলিশের দোষ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।