আর্থিক দিক থেকে লাভবান বিপিএল সিজন ফাইভ

আর্থিক দিক থেকে লাভবান বিপিএল সিজন ফাইভ

শেয়ার করুন

bpl 5..নিজস্ব প্রতিবেদক:

আর্থিক দিক থেকে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ লাভবান হয়েছে জানান বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। দুই অধিনায়কের মতামত নিয়ে এলিমেনেটরে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ রির্জাভতে নেয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। র্দীঘ এই টুর্নামেন্ট নিয়ে নানা আলোচনা-সমোলচনা তৈরি হলেও এবারের আসরটাকে সফল মানছেন গর্ভনিং কমিটি।

এবারের আসরে সাত দল খেললেও আগামী বছর থেকে দল বাড়বে বলেও মত সিনহার। আর সুযোগ সুবিধা বাড়লে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর খুলনায় খেলা হতে পারে বলেও মত তার। আইপিএল টুর্নামেন্টে কোন বোর্ড কর্তা থাকতে পারেন না। বিপিএলের নিয়ম ভিন্ন। নির্বাচক থেকে শুরু করে বোর্ড পরিচালকরাও যুক্ত থাকেন এখানে।

তবে এই বিষয়ে আইপিএলে মতো নিয়ম হওয়া উচিত বলে মনে করেন। সামাজিক যোগযোগ মাধ্যমে বিপিএল ফাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকের এক মন্তব্য নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।